সামিট পাওয়ারের দর কমেছে ৮.১৬ শতাংশ  

 

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের শেয়ারদর রেকর্ড ডেটের পরের দিন গতকাল সমন্বয় হয়। এদিন আট দশমিক ১৬ শতাংশ দর কমে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বুধবার। তাই রেকর্ড ডেটের পরের কার্যদিবস গতকাল দর সমন্বয় হয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ারদর টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে।

গতকাল কোম্পানিটির শেয়ারদর সর্বশেষ ৩৯ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৯ টাকা ৪০ পয়সা। ওই দিন ১৩ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৩৩ লাখ ৯০ হাজার ৩০৪টি শেয়ার মোট এক হাজার ৯৪ বার হাতবদল হয়। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৩৯ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৪০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৩৩ টাকা থেকে ৪৬ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা দুই পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ অক্টোবর বেলা ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্স বিডি, কৃষিখামার সড়ক (খামারবাড়ী), ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৮৭৪ কোটি ৫৫ লাখ টাকা। কোম্পানিটির মোট ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৫৬ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৫ দশমিক ১৫ শতাংশ, বিদেশি তিন দশমিক ৬৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ১৪ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।