Print Date & Time : 30 August 2025 Saturday 12:11 pm

সামেক হাসপাতালে কভিড উপসর্গে দুজনের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের কভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় কভিড উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গতকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং কভিড উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ কভিডের নানা উপসর্গ নিয়ে গত ১৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের কভিড ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি তাদের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৬১ জন কভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সময় র‌্যাপিড এন্টিজেন কিট ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক শূন্য তিন শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৮৩ শতাংশ।