Print Date & Time : 9 September 2025 Tuesday 1:44 am

সামেক হাসপাতালে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে বুধবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গতকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯১ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮২৪ জন।

নতুন যারা মারা গেছেন তারা হলেন সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা পাথরঘাটা গ্রামের মৃত মান্দার দালালের ছেলে মো. আবুল হোসেন (৭৫), পাটকেলঘাটা থানার বড় বিল গ্রামের মৃত ফজলে করিমের ছেলে সিরাজুল ইসলাম (৬৫), শ্যামনগর থানার পরানপুর আজাদ নগর গ্রামের মৃত মুৎলা সরদারের ছেলে মোহাম্মদ আলী (৬০) এবং একই উপজেলার নয়নতারা চাঁদনী মুখ গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে আলামিন (১৬)।

সামেক হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে এসব রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টা থেকে গতকাল সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। বর্তমানে সামেক হাসপাতালে করোনা পজিটিভ হয়ে আরও ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, এ পর্যন্ত করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি জেলায় ভ্যাকসিন কার্যক্রমের গতি ত্বরান্বিত করা হয়েছে।