Print Date & Time : 29 August 2025 Friday 10:46 am

সামেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ)  রাত ১১টা থেকে সোমবার (৭ মার্চ) সকাল ৮ টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এসকল রোগীর মৃত্যু হয়। এনিয়ে জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। এবং উপসর্গে মারা গেছে ৮৪৮ জন।

গতকাল থেকে করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের ছমির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), কালীগঞ্জ উপজেলার গনপতিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে লোকমান হাকিম (৫০), একই উপজেলার মৌতলা গ্রামের মৃত তুরফান আলির ছেলে আতের আলী (৭০), খুলনার দিঘলিয়া উপজেলার ডোমরা গ্রামের কুশি লাল রায়ের ছেলে সৌরেশ রায় (৫৪)।

সামেক হাসপাতাল সূত্র জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ৭ মার্চ সকাল ৮ টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে মোট ৩৩ জন রোগী। এর মধ্যে ১ জনের করোনা পজেটিভ ও বাকি ৩২ জন সন্দেহজনক (সাসপেক্টেড)। এছাড়া নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ১ জন। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, জেলায় ৭ মার্চ  পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯২২ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৭২ জন। জেলায় করোনা রোগী রয়েছে ৫৯ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৫৮ জন। জেলায় এপর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৮৪৮ জন।