সারাদেশে বোরো ধান সংগ্রহ শুরু

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

কার্যক্রমের আওতায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলার ২ হাজার ৮৬৭ জন নিবন্ধিত কৃষকের কাছ থেকে ১৪ হাজার ৬৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি মণ ধানের সংগ্রহ মূল্য ধরা হয়েছে ১ হাজার ৮০ টাকা। সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। 

জেলার খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা সাংবাদিকদের বলেন, চলতি বোরো মৌসুমে জেলার ৯টি উপজেলার ছয়টিতে কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান কেনা হবে এবং বাকি তিনটি উপজেলা থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ২৭ টাকা কেজি দরে কেনা হবে ধান। এরই মধ্যে ১০ হাজার ৭২৬ জন কৃষক নিবন্ধন করেছেন। এর মধ্য থেকে উপজেলা ধান সংগ্রহ কমিটির মাধ্যমে কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি আতপ চাল ৩৯ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা দরে মিলাদের থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল কেনা চলবে।

এ উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সদর খাদ্য গুদামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মো. শহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, নারীবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেছা ও জেলা কৃষক লীগের সভাপতি সাদেকুর রহমান শরীফ। 

পরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।