‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন সৌম্য গ্রেফতার

শোবিজ ডেস্ক: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। সৌম্য, তার মা ও মামার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন রবীন্দ্রভারতীর এক ছাত্রী। ধর্ষণ মামলা দায়েরের পর ২৬ মে সৌম্যকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। গত সোমবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হয়। তাকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পালিয়ে বেড়াচ্ছেন সৌম্যর মা ও মামা। তাদের গ্রেফতারের জন্যও পুলিশ খুঁজছে।
তরুণীর অভিযোগ, তাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছিলেন সৌম্য। রবীন্দ্রসংগীত নিয়ে পড়াশোনা করার সূত্রে গত বছর নভেম্বরে আলাপ হয় সৌম্য এবং ওই ছাত্রীর। এক পর্যায়ে তাদের সঙ্গে ভালো বন্ধুত্ব হওয়ায় সৌম্যর মা তাকে একদিন নিমন্ত্রণ করেন তাদের বাড়িতে আসার। তিনি তাদের বাড়িতে এলে খাওয়া-দাওয়ার পর ওই তরুণীকে নিয়ে সৌম্য নিজের ঘরে নিয়ে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করেন। এমনকি সেই আপত্তিকর ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার হুমকির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, ২০১৫ সালে সারেগামাপা’য় চ্যম্পিয়ন হওয়ার পরপরই প্রেমিকা রুপসাকে বিয়ে করেন সৌম্য।