সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা

প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় সার নিয়ে কোনো ডিলার বা ব্যবসায়ী কারসাজি করলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। সে সঙ্গে ওইসব ব্যবসায়ীর সারের ডিলার লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হবে বলে জানান তিনি। আজ সোমবার দুপুরে বগুড়া জেলার সার উত্তোলন, বিতরণ ও মজুত পরিস্থিতির সার্বিক অবস্থা অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, জেলায় সারের মজুত সন্তোষজনক। সার নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সারের কালোবাজারি রোধ এবং ন্যায্য দাম নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার কৃষকের পাশে থাকবে বলেও জানান তিনি।

সভায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন, জেলা ফার্টিলাইজার মার্চেন্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন বলেন, চলতি মাসে (আগস্ট) জেলায় ৯ হাজার ৩৫৫ মেট্রিক টন ইউরিয়া, ১ হাজার ৫০৭ মেট্রিক টন টিএসপি, ১ হাজার ৫৮৯ মেট্রিক টন এমওপি এবং ২ হাজার ১২৫ মেট্রিক টন ডিএপি সার বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসেও চাহিদা মোতাবেক সার বরাদ্দ পাওয়া যাবে। শুধুমাত্র বরাদ্দই নয়, সারের মজুতও পর্যাপ্ত রয়েছে। ফলে সার সংকট না বিতরণে কোনো সমস্যা নেই।

সভায় বলা হয়, অনেকে সার সংকটের গুজব সৃষ্টির চেষ্টা করছেন। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বক্তারা।