সালথায় ছাগল ও জাল বিতরণ

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের সালথায় ২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে/মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও জাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল ও জাল বিতরণ করা হয়। এ সময় ৫ জনের ৮টি গ্রুপের ৪০ জন জেলেকে ৮টি বৈধ জাল ও ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।