Print Date & Time : 28 August 2025 Thursday 7:41 pm

সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লুর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন এই কর্মকর্তা। এ সময় মার্কিন দূতের সফরসঙ্গী ছিলেন উইলিয়াম ম্যাসিয়াক সিয়েবার।

দুদিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।

এই সফরে ডোনাল্ড লু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন।