Print Date & Time : 10 July 2025 Thursday 8:55 pm

সালমান পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য এবং বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তাদের পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৯৪টি কোম্পানির শেয়ার এবং ১০৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ফ্রিজ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ জারি করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব হিসাব ফ্রিজ করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে ওই নির্দেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সালমান এফ রহমান এবং অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে, সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং অন্যান্যদের নামে থাকা কোম্পানিগুলোর শেয়ার ও বিও হিসাবের তথ্য পাওয়া গেছে।

দুদক আরও জানায়, তারা জানতে পেরেছে এসব কোম্পানির শেয়ার ও বিও হিসাব হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। এমনটা ঘটলে, দুদকের এ সংক্রান্ত অনুসন্ধানের পর মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্ত করার উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আদালত সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের মালিকানাধীন শেয়ার ও বিও হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।