Print Date & Time : 20 July 2025 Sunday 2:17 pm

সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে সিআইসির হানা

নিজস্ব প্রতিবেদক: আয়কর ফাঁকির অভিযোগ অনুসন্ধানে রাজধানীর টিকাটুলির সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে অভিযান পরিচালনা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সিআইসি কর্মকর্তারা গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন। সিআইসির যুগ্ম পরিচালক নিয়াজ মোর্শেদ শেয়ার বিজকে এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সিআইসি এনবিআরের নিজস্ব গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি আয়কর, ভ্যাট ও শুল্ক-সংক্রান্ত ফাঁকি উদ্ঘাটন এবং মামলা করেন।

সিআইসি সূত্রমতে, রাজধানীর টিকাটুলির হাটখোলা রোডের এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে তথ্য গোপন করে আয়কর ফাঁকি দিয়ে আসছে। সিআইসি এ বিষয়ে তথ্য নেয়। তথ্যের গরমিল পাওয়ায় তা যাচাই করতে অভিযান করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি যে পরিমাণ আয় করে, তা সঠিকভাবে আয়কর রিটার্নে দেখায় না। আমাদের অভিযানের সময় প্রতিষ্ঠান থেকে জব্দ করা কাগজপত্র যাচাই করে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ ফাঁকি পাওয়া গেছে। তবে ফাঁকি হিসাব করে পরে জানাবে এনবিআর। এছাড়া প্রতিষ্ঠানটি সঠিকভাবে উৎসে কর কর্তন করে না। অভিযানে উৎসে কর কর্তন না করারও প্রমাণ পাওয়া গেছে।