সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে সালিশে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সোবহান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনও মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী জানান, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের ওয়াহিদুজ্জামান এবং রফিক মিয়ার মধ্যে বুধবার রাতে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সালিশ বৈঠক বসে। সালিশে দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুস সোবহান ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।