গ্রীষ্মকালীন অবকাশ যাপন

সাশ্রয়ী কোন দেশ যুক্তরাজ্য ফ্রান্স নাকি স্পেন?

শেয়ার বিজ ডেস্ক: আবাসন, ভ্রমণ ও বাইরে খাওয়ার খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের মানুষের ঘোরাঘুরি অতীতের তুলনায় কিছুটা কমেছে। তবে ভারসাম্য বজায় রেখে বিদেশে যাওয়া থেমে নেই। গার্ডিয়ান মানির এক গবেষণায় দেখা গেছে, দেশটির অনেক পর্যটক নিজ দেশের পরিবর্তে ফ্রান্স ও স্পেনকে বেড়ানোর জন্য বেছে নিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, পরিবার নিয়ে লন্ডন থেকে নিজ দেশের ডেভনে বেড়াতে যাওয়া ও থাকার খরচ তুলনামূলক কম। স্পেনে বেড়াতে যাওয়ার খরচ তুলনামূলক বেশি হলেও গ্রীষ্মকালে দেশটির চমৎকার আবহাওয়া সেই খরচ পুষিয়ে দেবে বলে গবেষণায় দেখা গেছে। যুক্তরাজ্যে একজন পর্যটকের থাকা ও খাওয়ার খরচ বেড়েছে, তবে ফ্রান্স ও স্পেনের গ্রীষ্মকালীন আবাসন খরচও দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছর জুন থেকে আগস্টে ফ্রান্সে হোটেল খরচ (খাবার বাদে) রাত প্রতি বেড়ে ১২৬ ইউরো হয়েছে, যা ২০১৯ সালের একই সময় ১০৬ ইউরো ছিল। অর্থাৎ খরচ বেড়েছে ১৯ শতাংশ। স্পেনে এ হার ১৬ শতাংশÑ১০৬ থেকে বেড়ে হয়েছে ১২৩ ইউরো। তবে মালাগা ও কস্টা ডেল সোলের মতো জনপ্রিয় টুরিস্ট স্পটের খরচ বেড়েছে গড়ে ৩৪ শতাংশ। যুক্তরাজ্যে খরচ বেড়েছে ১২ শতাংশÑ৯৮ থেকে বেড়ে ১১০ পাউন্ডে দাঁড়িয়েছে। অন্য এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে গত বছর গ্রীষ্মের তুলনায় চলতি গ্রীষ্মে ১০ শতাংশ খরচ বেড়েছে।

আবাসন খরচ বাড়লেও ২০১৯ সাল থেকে ইউরোপের দেশগুলোয় উড়োজাহাজ খরচ কমছে। আগামী আগস্টে লন্ডন থেকে ভেনিস কিংবা বার্সোলোনা বা প্যারিসের মতো শহরে উড়োজাহাজ খরচ কমেছে। চারজনের একটি পরিবারের জন্য তিনটি গন্তব্যের তুলনামূলক পার্থক্য করেছে গার্ডিয়ান মানি। এ শহরগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ডেভনের ব্রিক্সহ্যাম, উত্তর ফ্রান্সের লো টোকুয়েট ও স্পেনের মালাগা। দেখা গেছে ব্রিক্সহ্যাম ও লো টোকুয়েটের হোটেল খরচ প্রায় একইÑসপ্তাহে যথাক্রমে ৭৬৫ ও ৭৭৮ পাউন্ড।

যুক্তরাজ্যের পিসি এজেন্সির প্রধান নির্বাহী পল চার্লস বলেন, মূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যের যেকোনো স্থানে ভ্রমণ খরচ বেড়েছে। বিশেষ করে উচ্চ জ্বালানিমূল্যের কারণে হোটেল কিংবা কটেজে থাকার খরচ যেমন বেড়েছে, রেস্তোরাঁয় খাওয়ার খরচও বেড়েছে। এজন্য উত্তর ওয়েলসের লিয়ানডুডনো, উত্তর ইয়র্কশায়ারের ফিলি, ডেভনের লিনমাউথ, নর্থআম্বারল্যান্ডের বারউইক ও উত্তর টেনিসাইডের টিনিমাউথ চমৎকার গন্তব্য হতে পারে। এসব স্থানে প্রতি রাতে থাকার জন্য ১০০ কিংবা তার কম পাউন্ড দরকার।

স্পেনে বেড়াতে যাওয়ার আগে হাতে সময় থাকলে স্কাইস্ক্যানার ওয়েবসাইটের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের অনেক ব্লগার। এ ওয়েবসাইটের ক্যালেন্ডার টুল থেকে মাসভিত্তিক খরচের হিসাব পাওয়া যাবে। চার সদস্যের পরিবারের জন্য যাওয়া-আসার উড়োজাহাজ ভাড়া সাড়ে ৫শ থেকে ৬০০ পাউন্ডের মধ্যে ওঠানামা করে। স্পেনে বাইরে খাওয়ার খরচ যুক্তরাজ্যের তুলনায় কম। রাতের খাবারের জন্য চারজনের প্রায় ৪০ ইউরো খরচ করতে হবে। এই খরচ পর্তুগালের তুলনায় বেশি হলেও ফ্রেঞ্চ রিভিয়েরা কিংবা ইতালির পিউলিয়ার তুলনায় যথেষ্ট কম। খাবার বাদে এক সপ্তাহে তাদের খরচ হতে পারে ৮২৪ ইউরো। ফ্রান্সে এ খরচ প্রায় ২ হাজার ইউরো। যুক্তরাজ্য থেকে ফ্রান্সে যেতে ফেরির খরচ তুলনামূলক কম। এজন্য বিশেষজ্ঞরা ডিরেক্ট ফেরিজ,

কমপেয়ার ফেরিজ, ফেরিসেভারস, আফেরি ও ফেরি অনলাইন ওয়েবসাইটগুলো ভিজিট করার পরামর্শ দিয়েছেন।

‘হুইচ? ট্রাভেল’ ওয়েবসাইটের সম্পাদক ররি বোল্যান্ড বলেন, অনেক পরিবার বিমানবন্দরে গিয়ে শত উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত কিংবা বিশৃঙ্খলা দেখে পুনরায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা কভিড মহামারি-উত্তর সময়ে

প্রায়ই ভ্রমণের বেলায় নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন পর্যটকরা।