বসুন্ধরা সিমেন্ট ও আব্দুল মোনেম লিমিটেডের মধ্যে সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে এক্সক্লুসিভলি বসুন্ধরা সিমেন্ট সরবরাহ চুক্তি গত শনিবার স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রæপের সিমেন্ট সেক্টরের ডিএমডি কেএম জাহিদ উদ্দিন ও আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মঈনুদ্দিন মোনেম চুক্তিতে স্বাক্ষর করেন। প্রত্যক্ষে স্বাক্ষর করেন বসুন্ধরার সিমেন্ট সেক্টরের ডিজিএম আইআরকেএম সালাহউদ্দিন এবং ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম, কোঅর্ডিনেশন) মো. আলমগীর কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রæপের সিনিয়র ডিএমডি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিএফও মোহাম্মদ কামরুল হাসান, প্রধান বিক্রয় কর্মকর্তা শাহ জামাল শিকদার, হেড অব এইচআর ইমরান-বিন-ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 July 2025 Tuesday 2:03 pm
সাসেক-২, উইকেয়ার ও এসটিআরআইপি প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট
পত্রিকা,শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: