Print Date & Time : 10 September 2025 Wednesday 9:59 am

সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর হিলি সীমান্তে আমদানি রপ্তানি শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানী পুনরায় শুরু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ভারত থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে গেলে স্থলবন্ধরের আমদানি রপ্তানী বন্ধ হয়ে যায়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আমদানি রপ্তানি শুরুর কিছুক্ষণ পরে ভারত থেকে একটি পাথর বোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকা দিয়ে হিলি বন্দরে প্রবেশমুখে বিকল হয়ে যায়। এতে সাড়ে ৪ ঘন্টা দুই দেশের মধ্যে বাণিজ্যিক আমদানি-রপ্তানি বন্ধ থাকে। পরে বিকেলে বিকল হওয়ায় ট্রাকটি সরিয়ে নেবার পর পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।