সাড়ে ৫ কোটি টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক: হতাশা নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের হারে সিরিজটাও জেতা হয়নি। সামনেই আরেক মিশন ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে মোটা অঙ্কের বোনাস পেয়েছেন ক্রিকেটাররা। সেটি অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার। জানা গেছে, তিন সিরিজ জয়ে সাড়ে ৫ কোটি টাকা বোনাস পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১-এ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

সেই তিন সিরিজ বিজয়ের বোনাস হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেটারদের দেয়া হয়েছে নগদ সাড়ে ৫ কোটি টাকার বোনাস। এমনই খবর বিসিবির একটি সূত্রে প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

যতই ধারাবাহিকতার অভাব থাক, কিন্তু জিতলেই মূল্যায়িত হন ক্রিকেটাররা। পেয়ে যান পুরস্কার। শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে প্রায়ই বিসিবির পক্ষ থেকে মোটা অঙ্কের বোনাস পান ক্রিকেটাররা। অবশ্য প্রতিটি টেস্ট, ওয়ানডে ও টি- টোয়েন্টি ম্যাচের জন্য আছে পৃথক ম্যাচ ফি। দল জিতুক আর না-ই জিতুক, প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা পান অংশগ্রহণ ভাতা। এর বাইরে জয়ের জন্য থাকে বিশেষ বোনাসও।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। একই ভেন্যুতেই ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিন ওয়ানডে।