Print Date & Time : 15 September 2025 Monday 2:54 pm

সিঁড়ির নিচে পড়েছিল নারীর বস্তাবন্দি মরদেহ

প্রতিনিধি, সাভার: ঢাকার সাভারের একটি বাসার নিচ থেকে ববিতা আক্তার নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় সাভারের ব্যাংক কলোনি অ্যাসেড স্কুল-২ এলাকায় রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ববিতা আক্তার (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিরও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সাভার মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, ব্যাংক কলোনির ওই বাড়ির নিচতলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেন বাসিন্দারা। পরে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।  প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।