প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলায় এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।
গত মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার বিলদহর বাজার এলাকা থেকে র্যাব পরিচয়দানকারী টিপু সুলতানকে (২৮) আটক করে র্যাব। সে বিলদহর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে।
গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প নাটোরের সিংড়ার বিলদহর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে ব্যবহƒত একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও ১টি মেমোরিকার্ডসহ ভুয়া র্যাব সদস্য টিপু সুলতানকে আটক করা হয়। উল্লেখ্য মঙ্গলবার নাটোর র্যাব ক্যাম্পে মো. মোস্তফা কামাল নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, একজন অজ্ঞাত ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে মোবাইলে ফোনে ভয়ভীতি দেখিয়ে অর্থদাবি করেন। পরবর্তী সময়ে অভিযোগকারীর বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি নাটোর র্যাব ক্যাম্পে বিষয়টি লিখিত অভিযোগ করেন।