আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাসস্ট্যান্ড থেকে বলিয়াবাড়ী আঞ্চলিক সড়কের বেহাল দশায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে শত যাত্রীবাহী ছোট বড় পরিবহন ও পণ্যবাহী পরিবহনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়কের বিভিন্ন স্থানে কাদামাটিসহ ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী। ওই সব গর্তের ওপর দিয়ে অটোরিকশা, ইজিবাইক, পণ্যবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট যানবাহন উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনার মতো ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, সিংড়া-বলিয়াবাড়ী আঞ্চলিক সড়কের প্রায় পাঁচ কিলোমিটার বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটি। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এ সড়কটি। এছাড়া সড়কটিতে বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে গেছে। এমতাবস্তায় ওই জলাবদ্ধতার পানি ও কাদামাখা সড়কটি দিয়েই শত যানবাহনসহ হাজারোর পথচারী চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন।
দেখা গেছে, ওই সড়কের সরকারপাড়া, পেট্রোল বাংলা, শোলাকুড়া, কতুয়াবাড়ি, মহেশচন্দ্রপুর ও বলিয়াবাড়িতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদায় পরিণত হয়।
ব্যবসায়ী আব্দুল মন্নাফ জানান, এই রাস্তার এমন খারাপ অবস্থা বিগত চার বছর ধরে। জনগণের এত অসুবিধা হয় তবুও কর্তৃপক্ষের কোনো কিছুই যায় আসে না। আমরা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।
সোহেল রানা, শাহিন ও হেলাল নামের রিকশাচালকরা জানান, এ সড়কে অনেক কষ্ট করে চলাচল করতে হয়। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যেন শিগগির সড়কটি মেরামত করে দেয়া হয়।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ. রাহিম জানান, সিংড়া থেকে নাজিরপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের টেন্ডার হয়ে গেছে। শিগগির কাজ শুরু হবে।