Print Date & Time : 28 July 2025 Monday 4:13 am

সিংড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মিজান বাদী হয়ে হুমকিদাতা মামুনুর রশিদ ও নজরুল ইসলামকে আসামি করে গত মঙ্গলবার নাটর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মামুন ও নজরুল নিজেদের প্রশাসনের লোক ও সাংবাদিক পরিচয় প্রদান করে এবং রেজি. বিহীন এনজিওর মাধ্যমে ফাঁকা চেকে স্বাক্ষর নেন। এছাড়া অতিরিক্ত সুদে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে বিভিন্ন কায়দায় মিথ্যা মামলা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকেন।

বিষয়টি মিজানের কাছে বেশকিছু ভুক্তভোগী মৌখিক অভিযোগ জানায়। মিজান ওই অন্যায় কাজের প্রতিবাদ করায় মামুন ও নজরুল উল্টো মিজানের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং ১২ আগস্টের মধ্যে চাঁদার টাকা দেওয়ার জন্য চাপ দেয়। গত ২৮ আগস্ট রাতে মামুনের ব্যবহƒত ০১৭২৪-৭৬৩৯২৫ নম্বর থেকে মিজানের ০১৭৯৭-৬৭২২৬৭ নম্বরে একটি এসএমএস আসে।

এসএমএসটিতে লেখা হয়, ‘১২ তারিখ কি পার হচে, তুই কত বড় চিটার। দেখা হলেই তোর চেহারা পরিবর্তন করে দেব।’ সরাসরি এ এসএমএসের মাধ্যমে মামুন মিজানকে হুমকি দেয়।

মামলা সূত্রে আরও জানা যায়, ২৯ আগস্ট বিকাল ৫টায় সিংড়া মাছ বাজারে মামুন এবং নজরুল দেশীয় অস্ত্র নিয়ে মিজানের ওপর হামলা করে। মিজানের চিৎকারে বাজারের লোকজন তাকে উদ্ধার করে এবং মিজানের মাথা কেটে নদীতে ভাসিয়ে দেবে ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়।

এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান বলেন, তার হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের সহায়তা চাই।