Print Date & Time : 13 September 2025 Saturday 11:38 pm

সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ছয় হাজার ৫১২ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে এক হাজার ৪১৯ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে দুই হাজার ৩৩০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪৯ লাখ টাকা। এদিন ২০ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৬১৫টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ৫১৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ১৮৬টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১১০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৯৯ কোটি ১০ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬৬ কোটি ৫২ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪১ কোটি ৫৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩৮ কোটি ৭১ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১৯ দশমিক ২৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মনোস্পুল পেপার মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৭ দশমিক ৭৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৭ দশমিক ৪১ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৭ দশমিক ১৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৮১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৬ দশমিক ৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের ৬ দশমিক ৫৩ শতাংশ এবং কেয়া কসমেটিকস লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে ১১ হাজার ৫০২ দশমিক ৩৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে ১৯ হাজার ১৮৯ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ১১১টির দর। সিএসইতে এদিন ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।