Print Date & Time : 27 July 2025 Sunday 5:48 pm

সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচক ও লেনদেনে কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে পাঁচ হাজার ১৮৯ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে এক হাজার ১৫২ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে এক হাজার ৯১৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১২৮ কোটি ৮০ লাখ টাকা কমেছে। এদিন ১৬ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৫৩টি শেয়ার এক লাখ ৩৬ হাজার ৯৪৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ২০৯টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা রবি আজিয়াটা পিএলসির ১২ কোটি ২১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১০ কোটি ৮০ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮ কোটি ৩৭ লাখ, আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৭ কোটি ৮৩ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৪১ লাখ, নিউ লাইন ক্লথিংস লিমিটেডের ৬ কোটি ১০ লাখ, এসবিএসি ব্যাংক পিএলসির ৬ কোটি ২ লাখ, সিটি ব্যাংক পিএলসির ৫ কোটি ৭৬ লাখ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আরএকে সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৪৪ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ, এসবিএসি ব্যাংক পিএলসির ৮ দশমিক ২৩ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৮৯ শতাংশ, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১-এর ৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ৬৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৪ দশমিক ৬৫ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২১ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৮ হাজার ৭৮০ দশমিক ৪৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১৪ হাজার ৪৮২ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ৫৪ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৪২ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে এসিআই লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৮১ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৩৫ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের ৩৫ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২৩ লাখ, বিডি থাই ফুড লিমিটেডের ১৩ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ১২ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৯ লাখ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেডের ৯ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।