Print Date & Time : 5 July 2025 Saturday 9:38 pm

সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের মতো গতকালও লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ৫ হাজার ১৯৭ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে ১ হাজার ১৫১ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮০ শতাংশ কমে এক হাজার ৯১৯ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৯ কোটি ২৮ লাখ টাকা কমেছে। এ দিন ১৩ কোটি ১ লাখ ৩৯ হাজার ৮০টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৫০৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৮৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১১ কোটি ৬৪ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৭০ লাখ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ৯ কোটি ৫৬ লাখ, ইস্টার্ন ব্যাংক পিএলসির ৯ কোটি ৩০ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৯ কোটি ২০ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ৮ কোটি ৩৮ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ২৭ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ২৭ লাখ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৫ দশমিক ৬৫ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের ৪ দশমিক ০৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ৪ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৩ দশমিক ৬৬ শতাংশ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ২ দশমিক ৯৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৭০ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৬২ শতাংশ, এসিআই ফরমুলেশনস লিমিটেডের ২ দশমিক ৫৭ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ২ দশমিক ৪৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৫ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে ৮ হাজার ৮৭৯ দশমিক ৯০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে ১৪ হাজার ৫৮৪ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ২৩ লাখ টাকার।