সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে পাঁচ হাজার ২৫৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে এক হাজার ১৭৩ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে এক হাজার ৯২৬ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৪৩ কোটি ৮১ লাখ টাকা কমেছে। এ দিন ২১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৬৮৮টি শেয়ার এক লাখ ৪৪ হাজার ৭৯৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ২০৮টির ও অপরিবর্তিত ছিল ৬২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে আইএফআইসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু ওয়াং ফুড লিমিটেডের ১২ কোটি ৫৩ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২ কোটি ১ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১০ কোটি ৭৫ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০ কোটি ২৬ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৫৭ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৫৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ কোটি ৫১ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৯ কোটি ২০ লাখ, এবং বীচ হ্যাচারি লিমিটেডের ৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৯ দশমিক ৬৯ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৮ দশমিক ০১ শতাংশ, ফু ওয়াং ফুড লিমিটেডের ৬ দশমিক ৭৪ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৬০ শতাংশ, আইএফআইসি ব্যাংক পিএলসির ৫ দশমিক ৪৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৪ দশমিক ৯৯ শতাংশ, স্যালভো কেমিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৯৩ শতাংশ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১১ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৮ হাজার ৯১১ দশমিক ৩৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১৪ হাজার ৬৮৩ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১০ কোটি ৮৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৭ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৫ কোটি ১৯ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৭০ লাখ, পূবালী ব্যাংক পিএলসির ৬৮ লাখ, আইএফআইসি ব্যাংক পিএলসির ৩২ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ২২ লাখ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৮ লাখ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ১৫ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ১৫ লাখ, এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।