নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন পতনের ধারা অব্যাহত ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে পাঁচ হাজার ১৯৪ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে এক হাজার ১৫৮ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে এক হাজার ৮৮৯ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৩ কোটি ১৮ লাখ টাকা কমেছে। এ দিন ১৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৬১৬টি শেয়ার এক লাখ ১৯ হাজার ৭১৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৭টির ও অপরিবর্তিত ছিল ৬৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১৩ কোটি ৯৭ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ কোটি ৪৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৯৯ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৮ কোটি ৫০ লাখ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৭ কোটি ১৭ লাখ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি ৫৪ লাখ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৫ কোটি ২৩ লাখ, আইএফআইসি ব্যাংক পিএলসির ৫ কোটি ৪৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ৩১ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩ দশমিক ৯৫ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৪ দশমিক ৪১ শতাংশ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৩ দশমিক ৫৪ শতাংশ, ফার্মা এইডস লিমিটেডের ৩ দশমিক ৩৬ শতাংশ, বীচ হ্যাচারি লিমিটেডের ২ দশমিক ৬৫ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ দশমিক ৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ২ দশমিক ৪৩ শতাংশ এবং তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫১ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ৮ হাজার ৭৯১ দশমিক ৮৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে ১৪ হাজার ৫০১ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ৩৭ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩১ লাখ টাকার। সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭১ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২৯ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২৩ লাখ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১৬ লাখ, বিবিএস ক্যাবলস লিমিটেডের ১২ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ লাখ, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের সাড়ে ১১ লাখ, সাউথইস্ট ব্যাংক পিএলসির ১১ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ১১ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।