সিংহভাগ শেয়ারের দর কমায় লেনদেনের পাশাপাশি ডিএসইএক্স কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ৫ হাজার ১৮৩ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৫৮ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে এক হাজার ৮৯৬ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭৫ কোটি ৮৫ লাখ টাকা কমেছে। এদিন ১৬ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৬৯৭টি শেয়ার এক লাখ ২৭ হাজার ৭২৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৩টির ও অপরিবর্তিত ছিল ৬২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৬ কোটি ৪১ লাখ, স্কয়ার ফার্মাসিউটিকালস পিএলসির ১১ কোটি ১৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৯ লাখ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৭৪ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ৮ কোটি ৩৭ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ কোটি ৬ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৬ কোটি ৮৬ লাখ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মাইডাস ফাইন্যান্সিং পিএলসি। এর পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ দশমিক ৮৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৮৯ শতাংশ, ক্রাউন সিমেন্ট পিএলসির ৭ দশমিক ৮৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৬ দশমিক ২৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫ দশমিক ১৫ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৫৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৪ দশমিক ১৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ০৩ শতাংশ এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ৮ হাজার ৮৩২ দশমিক ৬৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১৪ হাজার ৫২১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ২১টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ টাকার। সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা উত্তরা ব্যাংক পিএলসির ৩ কোটি ৫৩ লাখ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ১ কোটি ৮৫ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৫২ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৩ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১৯ লাখ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ১৫ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ লাখ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১১ লাখ এবং এসিআই লিমিটেডের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।