দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানি শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ কমে ৫ হাজার ৪৪ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ১ হাজার ১২৬ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে এক হাজার ৮৬৩ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৫৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭ কোটি ৯৬ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩২৮টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৫৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির ও অপরিবর্তিত ছিল ৬০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা বীচ হ্যাচারি লিমিটেডের ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ কোটি ৩২ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২ কোটি ৩১ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০ কোটি ৩৭ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৮ কোটি ৩৯ লাখ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৪০ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ কোটি ৫৯ লাখ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৬ কোটি ৪৯ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৬ কোটি ৩৮ লাখ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ৮ দশমিক ১৪ শতাংশ, ডরিন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৭ দশমিক ৫৫ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ দশমিক ৫৩ শতাংশ, ইফাদ অটোস লিমিটেডের ৬ দশমিক ২২ শতাংশ, রানার অটোমোবাইলস লিমিটেডের ৫ শতাংশ, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ দশমিক ৪৪, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪ দশমিক ৩০, সেনা ইন্স্যুরেন্স পিএলসির ৪ দশমিক ২৯ শতাংশ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসির ৪ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৫ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ৮ হাজার ৬২২ দশমিক ১৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে ১৪ হাজার ১৩৫ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৫ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের ৩৯ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২৪ লাখ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৩ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির ১৩ লাখ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ১০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৯ লাখ, ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেডের ৮ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ডেল্টা স্পিনার্স লিমিটেডের ৯ দশমিক ৪৩, সেনা ইন্স্যুরেন্স পিএলসির ৯ দশমিক ০৬ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ৮ দশমিক ৫১, ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেডের ৮ দশমিক ১০, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ দশমিক ৭৭, নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৯৩, ইফাদ অটোস লিমিটেডের ৬ দশমিক ৬৩, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ানের ৬ দশমিক ৪৫ এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।