সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ কমে ৪ হাজার ৮৭৪ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক ১০ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ১ হাজার ৬৩ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমে ১ হাজার ৭৯৮ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২০ কোটি ১৬ লাখ টাকা কমেছে। এদিন ২০ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৬৫টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৯২৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৩০৯টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৬ কোটি ২১ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ১৫ কোটি ৮৮ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ১৪ কোটি ১২ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১১ কোটি ৩১ লাখ, এর পরের অবস্থানে থাকা সিটি ব্যাংক পিএলসির ৯ কোটি ৮৮ লাখ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯ কোটি ৯ লাখ, বারকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৮ কোটি ২০ লাখ এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যমুনা ব্যাংক পিএলসির ৭ কোটি ২৬ লাখ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৬ কোটি ৬২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৮ দশমিক ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এর পরের অবস্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৯৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৩ দশমিক ৩৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৩১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ২ দশমিক ৬৭ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ২ দশমিক ৬০ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ২ দশমিক ৫১ শতাংশ, হা ওয়েল টেক্সটাইল লিমিটেডের ২ দশমিক ৪৬ শতাংশ এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ২ দশমিক ৪৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৯ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ৮ হাজার ৩৬১ দশমিক ২৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১৩ হাজার ৬৮৬ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০১ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ২৯ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ৫৮ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬৮ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২৩ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ২১ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ১৫ লাখ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৫ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১৩ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১১ লাখ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ১১ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।