নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমে ৫ হাজার ৬২৯ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ কমে ১ হাজার ২১৫ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ২ হাজার ৯২ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৭ কোটি ৪৬ লাখ টাকা কমেছে।
এ দিন ১৮ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৩২টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ১২৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ কোটি ৭৬ লাখ, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ২১ কোটি ১১ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি ৪০ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১৭ কোটি ৮ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ১৬ কোটি ৫৮ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৬ কোটি ২৯ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ১৫ কোটি ৯৬ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৪ কোটি, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৯ দশমিক ১৯ শতাংশ, লিবরা ইনফিউশনস লিমিটেডের ৬ দশমিক ২৮ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৬ দশমিক ১৬ শতাংশ, এনআরবি ব্যাংক পিএলসির ৬ দশমিক ১০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনরারি লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ, ফার্মা এইডসের ৫ দশমিক ২৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৫ দশমিক ১৮ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০৩ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ৯ হাজার ৬৮৪ দশমিক ১৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ দশমিক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ০৬ শতাংশ কমে ১৬ হাজার ৬৪ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২২৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির।