সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৯ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ১৬৩ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে এক হাজার ৮৯৪ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭৪ কোটি ৪৫ লাখ টাকা বেড়েছে। এ দিন ১২ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩১২টি শেয়ার এক লাখ ২৫ হাজার ৭০৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত ছিল ৭৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের ২২ কোটি ২০ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৭ কোটি ৬৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ২৭ লাখ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১১ কোটি ২৫ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৭৮ লাখ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৯ কোটি ৩৫ লাখ, রবি আজিয়াটা পিএলসির ৮ কোটি ১৬ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ কোটি ৬ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৮ দশমিক ৬৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ১৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৫৪ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৩৯ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৩৩ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৫ দশমিক ২৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২২ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৯৮ দশমিক ৬৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫০২ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ০৯ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা বিচ হ্যাচারি লিমিটেডের ৬ কোটি ৮১ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৩২ লাখ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩২ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২১ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৭ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ লাখ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ১২ লাখ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।