Print Date & Time : 10 July 2025 Thursday 8:38 pm

সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৫৬ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ১ হাজার ১০০ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ বেড়ে এক হাজার ৮৩৪ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭৩ কোটি ৬৯ লাখ টাকা বেড়েছে। এদিন ১৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪৭৮টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ২৪৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা সিটি ব্যাংক পিএলসির ১৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বীচ হ্যাচারি লিমিটেডের ১৬ কোটি ২ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ১১ কোটি ৪৫ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১০ কোটি ৪৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ২৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৮ কোটি ৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ২২ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৬ কোটি ৬৩ লাখ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৬ কোটি ৫৮ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ দশমিক ৪২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ব্যাংক এশিয়া পিএলসি। এর পরের অবস্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, বারাকা পাওয়ার লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ দশমিক ৬১ শতাংশ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৯ দশমিক ৫৮ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ২৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ২৩ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৮ দশমিক ৭৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১১ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৮ হাজার ৪১৭ দশমিক ০৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক শূন্য সাত পয়েন্ট বা কমে ১৩ হাজার ৮০৫ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৮২ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৪ লাখ, এমজেএল বাংলাদেশ পিএলসির ১৪ লাখ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ১৩ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১০ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১০ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৮ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ৭ লাখ এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।