নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৩ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কমে ১ হাজার ১৮৬ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯১২ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৩৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৯৮ কোটি ৬৪ লাখ টাকা বেড়েছে। এদিন ১৭ কোটি ৭ হাজার ২২৯টি শেয়ার এক লাখ ৬৫ হাজার ৬৪৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ১৪ কোটি ৮৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৬৮ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১০ কোটি ৩০ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ কোটি ১২ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৭২ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ কোটি ২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৮ কোটি ৫৪ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ কোটি ৫১ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৮ দশমিক ৯৫ শতাংশ, দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের ৮ দশমিক ৬৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ দশমিক ২০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ৫৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৭ দশমিক ৫৪ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৭ দশমিক ৩১ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৭ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৩ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৯ হাজার ১২৯ দশমিক ৫৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ১৫ হাজার ১৫৭ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দর। সিএসইতে গতকাল মোট ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৩ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ আগের কার্যদিবসের চেয়ে গতকাল সিএসইতে ৮ কোটি ১ লাখ টাকার লেনদেন কমেছে।