Print Date & Time : 3 September 2025 Wednesday 4:41 am

সিআইআই প্রতিষ্ঠান নিয়ে জেননেক্সটের সেমিনার

মেঘনা ক্লাউড, বিডিসিসিএলের টায়ার-৪ ডেটা সেন্টারে অবস্থিত বাংলাদেশের প্রধান ক্লাউড পরিষেবা, গর্বিতভাবে ‘স্মার্ট বাংলাদেশ সাইবার সিকিউরিটি’ ইভেন্টের আয়োজন করেছে, যা দেশের সাইবার নিরাপত্তা পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ।

রাজধানীর মহাখালী ব্র্যাক ইন-সেন্টার ইনডোর অডিটোরিয়ামের তৃতীয় তলায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ডিএসএ’র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং জেননেক্সটের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেননেক্সটের প্রধান পরিচালনা কর্মকর্তা সাইফ রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান। বিজ্ঞপ্তি