সিআইইউ’র ব্যাংকারস হান্ট

বিজনেস স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর পছন্দের চাকরি ‘ব্যাংকিং’। এ পেশায় আছে চ্যালেঞ্জ, আছে নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে নিরন্তর ছুটে চলার প্রত্যয়। তবে চাইলেই অন্য আর ১০টি পেশার মতো এখানে চোখ এড়িয়ে কাজ করার সুযোগ পাওয়া যায় না। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত ‘ব্যাংকারস হান্ট’ অনুষ্ঠানে জানা গেল এসব তথ্য।
ব্যাংকিং সেক্টরের চাকরির নানা দিক নিয়ে সিআইইউতে অনুষ্ঠিত ‘ব্যাংকারস হান্ট’ সাড়া জাগিয়েছে শিক্ষার্থীদের মাঝে। সম্প্রতি মহানগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাস অডিটরিয়ামে ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, মানবসম্পদ শাখার কাজ, ঋণ লেনদেনসহ নানা ধাপ নিয়ে আলোচনা করেন। দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল দিনব্যাপী কর্মশালা। এরপর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারপর্ব।
জানতে চাইলে সিআইইউ’র ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাবের উপদেষ্টা ড. সৈয়দ মনজুর কাদের বলেন, ভালো ব্যাংকার হতে চাইলে কী করতে হবে সেসব বিষয়ে ধারণা দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে এখানে অংশ নিয়েছেন। ব্যাংকে চাকরি করতে হলে যা যা দরকার, সবই এখানে দেখানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখার এরিয়া হেড কায়েস চৌধুরী, রিলেশনশিপ ম্যানেজার মুজিবুর রহমান মনি, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার এসএম নাজমুস সাকিব ভূঁইয়া, এনআরবি গ্লোবাল করপোরেট ব্যাংক শাখার ভাইস প্রেসিডেন্ট এম আলাউদ্দিন, ব্যাংক এশিয়ার ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট চৌধুরী আল যোবায়ের, লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
অতিথিরা ফাইন্যান্সিয়াল মডেল, ভ্যালু ডেট, ইকুইটি মার্জার, অ্যাকুইজিশন ও ক্যাপিটাল রাইজিং, ভ্যালুয়েশন মেথড, প্রোডাক্ট অফারিং, ক্লায়েন্ট ফাইন্যান্সিং, ইনভেস্টমেন্ট মেমোরেন্ডাম, ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন, রিলেশনশিপ ডেভেলপমেন্টসহ ব্যাংকিংয়ের একাধিক বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল ব্যাংক এশিয়া।
শিক্ষার্থীদের অনেকে বলেন, ব্যাংকে যাওয়া-আসা করতে করতে এ পেশার প্রতি ভালো লাগা জন্মেছে। অনেকে আবার চ্যালেঞ্জ নিতে পেশাটি বেছে নেওয়ার কথা উল্লেখ করেন।
শারমিন আক্তার নামের এক ছাত্রী বলেন, আমি মনে করি, একজন ভালো ব্যাংকার হতে হলে আত্মবিশ্বাস, সততা আর চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমার খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটি। পুরো আয়োজনটিতে অংশ নিতে পেরে এ পেশার প্রতি অন্যরকম আবেগ তৈরি হয়েছে।