নিজস্ব প্রতিবেদক: প্রবাসী ও অনিবাসীরা দেশের তিনটি বিশেষ বন্ডে বিনিয়োগ করে থাকে। এতদিন এসব বন্ডে বিনিয়োগ করা হলে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচনে মূল্যায়ন করা হতো। কিন্তু এখন থেকে সিআইপি নির্বাচনে বন্ডের বিনিয়োগকে ধরা হবে না।
গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন প্রবাসী ও অনিবাসী বাংলাদেশিরা। আগে এতে কোনো সীমা নির্ধারণ করা ছিল না। সম্প্রতি এ সীমা এক কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নির্ধারণ করেছে সরকার।
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে আট কোটি টাকা বা এর বেশি টাকা বা সমপরিমাণের বিদেশি মুদ্রা বিনিয়োগ করলে মিলত সিআইপি মর্যাদা। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে ১০ লাখ ডলার করে বিনিয়োগ করলেও মিলত এই মর্যাদা।
বিনিয়োগ সীমায় লাগাম দেয়ায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করে সিআইপি মর্যাদা পাওয়ার সুযোগ আর থাকছে না।
বিদেশে কর্মরত বাংলাদেশি রেমিট্যান্স প্রেরক নিজ নামে অথবা তার মনোনীত ব্যক্তির নামে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারেন। এছাড়া রেমিট্যান্সের সুবিধাভোগীর নামেও এ বন্ড কেনা যায়।