রিলায়েন্স ব্রোকারেজ

সিআইবি তথ্য হালনাগাদের সময় ৩০ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডে লেনদেন আবার শুরু হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে সিআইবি তথ্য হালনাগাদে সময় পেয়েছে। প্রতিষ্ঠানটির সিআইবি তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেজে হালনাগাদে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ বিষয়ে অনুমতি দিয়ে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বিএসইসি। এছাড়া কোম্পানিকে প্রতি মাস শেষ হওয়ার পরের সাত দিনের মধ্যে মাসিক লেনদেন রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এদিকে প্রতিষ্ঠানটির লেনদেন গত ১৩ ফেব্রুয়ারি বন্ধ করে দেয়া হয়। পরে প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করতে অনুমতি দেয় কমিশন। রিলায়েন্স ব্রোকারেজের আবেদনের বিষয়ে উল্লেখ করে বিএসইসির চিঠিতে বলা হয়েছে, কমিশন বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠানটির সিআইবি ডেটাবেজে তথ্য হালনাগাদ করার জন্য এবং এ বিষয়ে সব প্রয়োজনীয়তা পূরণের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। এছাড়া কোম্পানিকে প্রতি মাস শেষ হওয়ার পরের সাত দিনের মধ্যে মাসিক লেনদেন রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সনদ নবায়ন না হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রিলায়েন্স ব্রোকারেজের শেয়ার লেনদেন সাসপেন্ড করা হয়। এতে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারেননি।

তথ্য মতে, রিলায়েন্স ব্রোকারেজের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১৫ সেপ্টেম্বর। এর পর গত পাঁচ মাসেও ব্রোকারেজ হাউসটি তাদের স্টক ব্রোকার সনদ নবায়ন করেনি। এদিকে ব্রোকারেজ হাউসের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায় রিলায়েন্স ব্রোকারেজ। তবে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সিআইবি রিপোর্ট আপডেট না থাকায় সনদ নবায়ন হয়নি।

রিলায়েন্স ব্রোকারেজ রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান। অর্থ কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদার ২০০৯ সালে এ রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তার আর্থিক কেলেঙ্কারির পর সম্প্রতি রিলায়েন্স ফাইন্যান্সের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট করা হয়। তারই ধারাবাহিকতায় কোম্পানিটির সহযোগী রিলায়েন্স ব্রোকারেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।