Print Date & Time : 18 July 2025 Friday 5:29 pm

সিএপিএম ইউনিট ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) গতকাল বিজিআইসি সভা কক্ষে এক ট্রাস্টি সভার আয়োজন করে। সভায় সিএপিএম ইউনিট ফান্ডের চলতি বছরের ৩০ জুন সমাপ্তবছরের জন্য ফান্ডের অ্যাকাউন্ট এবং নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) অনুমোদন করা হয়।

সভায় ট্রাস্টি বোর্ড ৩০ জুন পর্যন্ত সব ইউনিট হোল্ডারদের জন্য ইউনিটপ্রতি ২৯ টাকা ৫০ পয়সা ক্যাশ ডিভিডেন্ট বা নগদ লভ্যাংশ অনুমোদন করে। সিএপিএম ইউনিট ফান্ডের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডের সব সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির মোট নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১৪ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৪০৪ টাকা এবং বাজারমূল্যে ১৫ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ২৬৭ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১৩৪ টাকা শূন্য দুই পয়সা এবং বাজারমূল্যে ১৪০ টাকা ৯৩ পয়সা, নিট লভ্যাংশ পাঁচ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৪২৫ টাকা এবং ইউনিটপ্রতি আয় ৪৭ টাকা ৭১ পয়সা। বিজ্ঞপ্তি