Print Date & Time : 12 September 2025 Friday 2:53 pm

সিএমএসএফে ইস্যুয়ার কোম্পানিগুলোর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির কাছে বিনিয়োগকারীদের অদাবিকৃত এবং অবণ্টিত শেয়ার ও বোনাস শেয়ারের টাকা পাওনা রয়েছে, প্রাথমিক পর্যায়ে সেসব কোম্পানিকে এবং পরবর্তীকালে সব তালিকাভুক্ত কোম্পানিকে অডিট করা হবে। প্রথম পর্যায়ে ৫০টি কোম্পানিকে অডিট উদ্যোগ নেয়া হয়েছে। সিএমএসএফের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান কর্মশালার অনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মশালায় সিএমএসএফের বোর্ড অব গভর্নরস, বিএসইসি, ঢাকা স্টক একচেঞ্জ, চট্টগ্রাম স্টক একচেঞ্জ, সিডিবিএল এবং বিএসইসির প্যানেলভুক্ত ১৪টি অডিট ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।