Print Date & Time : 30 August 2025 Saturday 6:57 am

সিএলএস এজেন্টদের পুরস্কৃত করল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক লিমিটেড কনজুমারস ক্রেডিট ডিভিশনের উদ্যোগে ‘রিওয়ার্ড সেরিমনি ফর পারফর্মিং সিএলএস এজেন্টস অন রিকভারি’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন কনজুমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সেরা ১২ সিএলএস এজেন্টের মধ্যে সনদ ও  শীর্ষ পাঁচজনকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি