Print Date & Time : 30 August 2025 Saturday 5:10 am

সিএসইতে ‘সিডিবিএল অপারেশনস্ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস’ বিষয়ক ট্রেনিং এওয়ারনেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)তে সিডিবিএল অপারেশনস্ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস বিষয়ক ট্রেনিং এন্ড এওয়ারনেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মার্চ) চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে সিএসই এর অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসসি এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর জেনারেল মেনেজার, এপ্লিকেশন ডেবলোপমেন্ট এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস রাকিবুল ইসলাম চেীধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সিএসই এর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ, ডিজিএম এন্ড হেড অব ট্রেক মার্কেটিং এন্ড সার্ভিসেস মো. মর্তুজা আলম, ডিজিএম এন্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অব ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট এন্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম এবং ডিজিএম এন্ড হেড অব সার্ভিলেন্স এন্ড মপস্ মো. নাহিদুল ইসলাম খান ।

অনুষ্ঠানে সিএসই এর ৪৭ টি ট্রেক এর ৫২ জন অথরাইজড রিপ্রেজেনটেটিভ অংশগ্রহণ করেন যারা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজে সিডিবিএল অপারেশন এর কাজের সাথে সরাসরি সম্পৃক্ত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই এর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম. সাদেক আহমেদ।