নিজস্ব প্রতিবেদক: গতকাল চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকাস্থ কার্যালয়ে সিএসই এবং শান্তা সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে।
এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই’র উপ- মহাব্যবস্থাপক এবং আইটি সার্ভিসেস হাসনাইন বারী এবং শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কাজী আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, এই চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় ডুয়েল ট্রেকহোল্ডারগণ বেশ স্বপ্রণোদিত হয়ে সাড়া দিচ্ছেন এবং ক্রমান্বয়ে সবাইকে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই চুক্তির মাধ্যমে সিএসই এবং শান্তা সিকিউরিটিজের মধ্যকার ভবিষ্যতে সমন্বিত কাজ করার ক্ষেত্র আরও প্রসারিত হলো।