সিএসই ও ব্র্যাক ইপিএলের মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি

সিএসইর ঢাকার অফিসে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মধ্যে সম্প্রতি এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসইর উপমহাব্যবস্থাপক ও আইটি সার্ভিসেস প্রধান হাসনাইন বারী এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, ডেপুটি ম্যানেজার রাহী ইফতেখার রেজা, ব্র্যাক ইপিএলের হেড অব প্রিমিয়াম কুমারেশ সাহা, হেড অব ফাইন্যান্স প্রত্যয় কুণ্ডু, হেড অব আইটি মইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি