সিএসই: প্রধান সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক সিএসসিএক্স আগের দিনের তুলনায় ২৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ৫৪৭ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৬০ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এরমধ্যে ৮৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর বিপরীতে ১৫৪ টি প্রতিষ্ঠানের দর কমেছে। আর দিনশেষে অপরিবর্তিত ছিলো ২১ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে ৬৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দিনশেষে সিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির ২০ লাখ ছয় হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিল বেক্সিমকো, এক্সিম ব্যাংক, জেনিন নেক্সট, প্রিমিয়ার ব্যাংক, কেয়া কসমেটিকস, এবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা,  ইউনাইটেড এয়ার এবং আল-আরাফা ইসলামী ব্যাংক