Print Date & Time : 4 September 2025 Thursday 6:45 pm

সিঙ্গাপুরে আরও দুই সপ্তাহ থাকছেন গোতাবায়া

শেয়ার বিজ ডেস্ক: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে আরও দুই সপ্তাহ থাকার অনুমতি দিতে সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেছে কলম্বো। সিঙ্গাপুরে অবস্থান করা গোতাবায়া আরও কয়েক দিন দেশটিতে থাকবেন। খবর: ডেইলি মিরর।

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আন্দোলনের কারণে পালিয়ে গত ১৪ জুলাই মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান গোতাবায়া। ভিসার মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে আগামী ১১ আগস্ট সিঙ্গাপুর ছাড়ার কথা ছিল তার।

সিঙ্গাপুরে যাওয়ার পর গত ১৫ জুলাই শ্রীলঙ্কার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। পরবর্তীকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

দ্বীপরাষ্ট্রটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। দুই কোটি ২০ লাখ মানুষ মুদ্রাস্ফীতি আর দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কবলে রয়েছেন। রয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতি উত্তরণে শ্রীলঙ্কায় কমানো হয়েছে

ডিজেল-পেট্রোলসহ জ্বালানি তেলের দাম। গ্যাসের দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে রনিল সরকার।

বিশ্ববাজারে জ্বালানির দাম কমার পর গত সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম কমানো হয়েছে। আজ সোমবার মধ্যরাত থেকে কমছে এলপিজির দাম। সম্প্রতি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক ঘোষণায় বলেন, সংকট থেকে বেরিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার।