Print Date & Time : 4 July 2025 Friday 7:22 pm

সিঙ্গাপুর-ম্যাচ খেলতে ঢাকায় হামজা

শেয়ার বিজ ডেস্ক : ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ সোমবার(২ মে) ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় হামজার বাবা-মাও সাথে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হবেন হামজা। হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা র‍য়েছে হামজার। আজকের অনুশীলন ক্লোজড ডোর রেখেছে জাতীয় দলের স্প্যানিশ কোচ।

গত মার্চে ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এবার দেশের মাটিতে প্রথম খেলার অপেক্ষায় তিনি। দেশের মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে তিনি খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।

দুদিন আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে বুধবার হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।

এদিকে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে শনিবার (৩১ মে) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে  হাভিয়ের কাবরেরার দল ক্যাম্প শুরু করেছে। হামজাও দ্রুত এই ক্যাম্পে যোগ দেবেন। ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

এই দুই ম্যাচকে সামনে রেখে কানাডাপ্রবাসী সমিত সোম দেশে আসবেন মঙ্গলবার। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। ফাহামিদুল প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখার কথা কোচ কাবরেরার মতো বলেছেন খেলোয়াড়রাও।