সিঙ্গাপুর যেতে পারেননি গোতাবায়া, ব্যক্তিগত উড়োজাহাজের জন্য অপেক্ষা

শেয়ার বিজ ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে গোতাবায়া মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে খবর বেরোলেও এখনো পর্যন্ত তা পারেননি তিনি। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল বুধবার তার মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। শ্রীলঙ্কার দ্য ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, নির্ধারিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করতে পারেননি। নির্ধারিত ফ্লাইটে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যেতে ব্যর্থ হয়ে গোতাবায়া এখন ব্যক্তিগত উড়োজাহাজে কাক্সিক্ষত গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন। এজন্য তিনি মালদ্বীপে অপেক্ষা করছেন।
মালদ্বীপ সূত্রের বরাত দিয়ে মিরর জানায়, গোতাবায়া, তার স্ত্রী ও দুই নিরাপত্তারক্ষীর গত রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৩৭ ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ থেকে তারা এ ফ্লাইটে ওঠেননি। তবে সিঙ্গাপুরে গোতাবায়াদের যাওয়ার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ সংগ্রহের আলোচনা চলছে বলে জানায় ডেইলি মিরর।
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে গত সোমবার রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন গোতাবায়া। ব্যর্থ হয়ে ফিরে যান তিনি। পরদিন মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি। গোতাবায়া মালদ্বীপের ঠিক কোথায় আছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকরা বিক্ষোভ করেন। তাকে মালদ্বীপে আশ্রয় না দেয়ার দাবি জানান তারা।