Print Date & Time : 27 August 2025 Wednesday 2:33 pm

সিটি ব্যাংকের নতুন ডিএমডি সায়েফ উল্লাহ কাউসার

সিটি ব্যাংক সম্প্রতি এ কে এম সায়েফ উল্লাহ কাউসারকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কম্প্লায়েন্সে হিসেবে কর্মরত ছিলেন।

সায়েফ ২০১৯ সালে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কম্প্লায়েন্সের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের একটি শক্তিশালী ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সায়েফ এর আগে সিটি ব্যাংক-এনএ (বাংলাদেশ ও ফিলিপাইন), প্যাসিফিক বিডি টেলিকম লিমিটেড এবং কেপিএমজি (বাংলাদেশ ও কাতার)-এর বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সায়েফ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইংল্যান্ড এবং ওয়েল্স (আইসিএইইউ)-এর অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বিজ্ঞপ্তি