সিটি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আগামী ২২ মার্চ বেলা ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এর আগে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা।

এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর শূন্য দশমিক ৭৭ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৫ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ১২ লাখ ৩৫ হাজার ৫৬১টি শেয়ার মোট ৫৯১ বার হাতবদল হয়, যার বাজারদর ৩ কোটি ২২ লাখ টাকা। দিনভর শেয়ারদর ২৫ টাকা ৭০ পয়সা থেকে ২৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এক বছরে শেয়ারদর ১৪ টাকা ৮০ পয়সা থেকে ৩৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ছয় শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাসসহ সর্বমোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে দি সিটি ব্যাংক লিমিটেড। এর আগে কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৬ কোটি ৩৯ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ২৮৭ কোটি ১১ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১০১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৬৬১টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ৩২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৪ দশমিক ২৩ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৪০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।