Print Date & Time : 11 September 2025 Thursday 8:49 pm

সিটি ব্যাংক ও এডিএন টেলিকমের মধ্যে চুক্তি স্বাক্ষর

 

এমপ্লয়ি ব্যাংকিং সুবিধার পরিধি বিস্তৃত করতে সম্প্রতি সিটি ব্যাংক এবং এডিএন টেলিকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ এবং এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি