নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ।
নিহত ট্রাকচালকের একজন হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও অপর ট্রাকচালক শরীয়তপুর জেলার জাজিরা এলাকার সুমন মিয়া (৪৪)। গতকাল বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের শিমড়াইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৫৮৯১) বিকল হয়ে পড়ে। এ সময় তাৎক্ষণিক একটি লো বেডের লং ভি হাইকেল (চট্টগ্রাম মেট্রো ট-১১-৩৯০৫) বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী ওপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৩৭৫৭) বিকল হওয়া ট্রাকের পেছনে ধ্বাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকচালক নিহত হন।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের এসআই মো. আরিফ রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে আটক করা হয়েছে।